জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, নাটোর প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন নবসৃষ্ট একটি সরকারি দপ্তর। সরকারি দপ্তরটি গত ১০/০২/২০২২ খ্রিঃ তারিখে কার্যক্রম শুরু করে। দপ্তরটি বর্তমানে নাটোর শহরের মাদ্রাসা মোড় হতে প্রায় ৩ কি:মি: দূরত্বে মীরপাড়ায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের সাথে অবস্থিত।
গবাদিপশুর জাত উন্নয়ন ছাড়া তার উৎপাদন বৃদ্ধি ও গুণগতমান পরিবর্তন করা সম্ভব হয় না। বর্তমানে সারা বিশ্বে গবাদিপশুর জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন পদ্ধতি বহুলভাবে প্রচলিত। বেশি উৎপাদনশীল জাতের ষাঁড়ের সিমেন সংগ্রহ করে গাভীকে প্রজনন করানো হলে উন্নত গুণাবলী তার বাচ্চার দেহে সঞ্চালিত হয়। উন্নত দেশ থেকে ষাঁড়ের পরিবর্তে উন্নত জাতের ষাঁড়ের সিমেন সংগ্রহ করে এদেশের গবাদিপশুর জাত উন্নয়ন করার একমাত্র মাধ্যম কৃত্রিম প্রজনন। উন্নত জাতের ষাঁড়ের সিমেন দ্বারা অতি দ্রুত এবং ব্যাপক ভিত্তিতে উন্নত জাতের গবাদিপশু উৎপাদন করা সম্ভব। ফলে ষাঁড়ের জন্মগত ও বংশগত রোগ বিস্তার প্রতিরোধ করা যায়। কৃত্রিম প্রজননে ব্যবহারের জন্য বাড়তি ষাঁড় পালনের প্রয়োজন হয় না। যে কোনো সময় যে কোনো স্থানে কৃত্রিম প্রজনন করা যায়। কৃত্রিম প্রজনন পদ্ধতিতে কম খরচে অনেক বেশি গাভীকে পাল দেয়া যায়। এছাড়াও যৌন রোগ সংক্রমণ রোধ করা যায়।
এমতাবস্থায়,জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, নাটোর অত্র জেলার গবাদিপশুর জাত উন্নয়নের জন্য কৃত্রিম প্রজনন কার্যক্রমের সুষ্ঠ বাস্তবায়ন, তদারকি ও পরামর্শ প্রদান করে যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস